স্বর্ণ বেচাকেনা বন্ধ কাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (৩ অক্টোবর) দেশের সব জুয়েলারির দোকান বন্ধ থাকবে। এর ফলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিন স্বর্ণ বেচাকেনা হবে না।

বোববার (২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (৩ অক্টোবর) দেশের সব জুয়েলারির দোকান বন্ধ থাকবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.