হাসপাতালে নাসিম, খেলা নিয়ে শঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টির আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলটির পেসার নাসিম শাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে জ্বর অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর পরীক্ষা নিরিক্ষার পর জানা গেছে তার চেস্ট ইনফেকশন হয়েছে। যদিও বর্তমানে তার অবস্থা বেশ ভালো। এরপরও তার আরও কিছু পরীক্ষা নিরিক্ষা দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ডেঙ্গু জ্বরের পরীক্ষাও।

মেডিক্যাল রিপোর্টের পরই জানা যাবে এই সিরিজে নাসিম আর খেলতে পারবেন কিনা। এরই মধ্যে ৭ ম্যাচের সিরিজের ৪টি ম্যাচ শেষ হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের।

এর মধ্যে ২-২ এ সমতা রয়েছে সিরিজে। করাচিতে ৪ ম্যাচ শেষে দুই দল এখন সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে লাহোরে পাড়ি দিয়েছে। সেখানেই হবে সিরিজ সমাধান। বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.