সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন চার্টার্ড লাইফের সিইও

সম্প্রতি বীমা খাতে অসামান্য নেতৃত্বের শ্রেষ্ঠত্ব পুরস্কার ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২২’ পেয়েছেন চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম জিয়াউল হক এফএলএমআই।

বীমা কোম্পানিটির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এস এম জিয়াউল হক দীর্ঘ ২২ বছর ধরে কাজ করছেন দেশের বীমা খাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড পজিশন নিয়ে স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে করেন এমবিএ।

কর্মজীবন শুরু করেন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স (বর্তমান নাম মেটলাইফ) কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। এরপর কাজ করেছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। দুটি কোম্পানিতে দীর্ঘ ১৮/১৯ বছর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এরপর ২০১৯ সালের এপ্রিলে যোগ দেন দেশের গুরুত্বপূর্ণ বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে। যোগদানের পর থেকেই তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.