ইস্টার্ন ব্যাংকের থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকের থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি নন কনভার্টেবল, আনসিকিউরড ফ্লোটিং রেট, ফুলী রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি টিয়ার-২ মূলধন শর্তপূরণে বন্ড ইস্যু করবে। বন্ডটি ৬-৭ শতাংশ হারে মুনাফা দেবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.