দুবাইয়ের ‘মিউজিয়াম অফ দা ফিউচার’ এ ফ্রি প্রবেশাধিকার

দুবাইয়ের অন্যতম নতুন পর্যটন আকর্ষণ ‘মিউজিয়াম অফ দা ফিউচার’ এমিরেটস যাত্রীরা বিনামূল্যে ভিজিট করতে পারবেন। ২২ সেপ্টেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা এই সুবিধা ভোগ করবেন।

এই আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে হলে যাত্রীদের MFUTURE কোড ব্যবহার করে টিকিট বুক করতে হবে। এর ফলে যাত্রীদের জাদুঘরটিতে প্রবেশের জন্য সৌজন্যমূলক টিকিট প্রদান করা হবে। অফারটি ৮ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকলেও ১৫ ডিসেম্বর পর্যন্ত জাদুঘরটি ভিজিট করা যাবে।

অত্যাধুনিক এই জাদুঘরটি সকল বয়সের কথা বিবেচনা করে নির্মীত হয়েছে। বিশ্বের সর্বাধিক সৌন্দর্যমন্ডিত হিসেবে পরিচিত জাদুঘরটিতে ৫০ বছর পরের পৃথিবী কেমন হতে পারে তার ইমার্সিভ এবং সেন্সরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন ভিজিটররা।

জাদুঘরে আমাদের জীবনকে পরিবর্তিত করবে এমন সব বিষয় যেমন মহাকাশ ভ্রমণ, প্রকৃতির অত্যাশ্চর্য বিষয়, এবং প্রযুক্তির অত্যন্ত কাছাকাছি আসার বিরল সুযোগ পাবেন ভিজিটররা।

শিশুরা ভবিষ্যতের ‘হিরো’ হিসেবে নিজেকে দেখতে পাবে, এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ পাবে।

এমিরেটস বর্তমানে বিশ্বের ৬টি মহাদেশে ১৩০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকাতে বর্তমানে পরিচালিত এমিরেটসের ফ্লাইট সংখ্যা সপ্তাহে ২১টি।

আর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.