সাফ জয়ী ফুটবল দলের জন্য আরও ৫০ লাখ টাকা পুরস্কার

সাফ নারী চ্যাম্পিয়ন দল ভাসছে প্রশংসার বন্যায়। এখন পুরস্কারও পেতে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা ঘোষণা করেছে। এর কিছুক্ষণ পর আরেক বেসরকারি প্রতিষ্ঠান তমা গ্রুপও ঘোষণা দিয়েছে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার।

সাবিনা খাতুনদের আজ বুধবার বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে এসেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক। যিনি তমা গ্রুপের চেয়ারম্যান।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

চ্যাম্পিয়ন হওয়ায় নারী দল সাবিনা খাতুনদের অর্ধকোটি টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিচ্ছে তাদের!

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.