চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ: এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-জিডিপির প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হবে বলে মনে করছে উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

এশিয়ার দেশগুলোর অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে এডিবির তৈরি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এর আগে গত এপ্রিলে ৭.১ শতাংশ প্রবৃদ্ধির ধারণা দিয়েছিল সংস্থাটি।

বুধবার এডিবির সদর দপ্তর থেকে নতুন প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বাংলাদেশ অংশ তুলে ধরেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

এডিবি বলছে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স আয়ের দুর্বলতায় প্রবৃদ্ধি কমতে পারে। এ সময় মূল্যস্ফীতির হার থাকতে পারে ৬.৭ শতাংশ। যা গত বছর ছিল ৬.২ শতাংশ।

এডিমন গিন্টিং বলেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সংকট ও জ্বালানির উচ্চমূল্যের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। সরকারি বিনিয়োগেও ধীর গতি আসতে পারে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধির দিকে নজর দিতে হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.