বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে যোগ দিয়েছেন সায়ান এম. আনজির হোসেন।
বাংলাদেশের ইকমার্সের বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক টেক বেসড স্টার্টআপে দীর্ঘ এক যুগের বেশী কাজের অভিজ্ঞতা রয়েছে আনজির হোসেনের।
মোনার্ক মার্টে যোগদানের ব্যাপারে আনজির হোসেন বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবার প্রত্যয়ে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”
উল্লেখ্য, তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ইকমার্স ইকোসিস্টেম এবং দক্ষ জনবল উন্নয়নে কাজ করে চলেছেন তিনি।
আর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.