ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭১ কোটি ২৫ লাখ ৫৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৩৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো লিমিটেড ২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বিডিকম ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে-এইচ.আর টেক্সটাইলের ৭ কোটি ১০ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৪৪ লাখ, ম্যারিকোর ১২ কোটি ৫ লাখ, এম.এল ডাইংয়ের ১ কোটি ২৯ লাখ, নাহি অ্যালুমিনিয়াম ২ কোটি ২ লাখ, ন্যাশনাল ব্যাংক ৩ কোটি ৭৩ লাখ, আরডি ফুড ২ কোটি ৫ লাখ, সী পার্ল বীচ ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.