আর্মেনিয়ার ৩২ সেনার লাশ হস্তান্তর করেছে আজারবাইজান

আজারবাইজানের কাছ থেকে ৩২ সেনার মৃতদেহ গ্রহণ করেছে আর্মেনিয়া। এসব সেনা সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার ভোর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়। এরপর বৃহস্পতিবার ভোরে আর্মেনিয়া জানায় দুই পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তারা দাবি করেছিল আজারবাইজানের সেনারা কারাবাখ অঞ্চলের বাইরেও হামলা চালিয়েছে। তবে আজারবাইজান বলছে, তারা আর্মেনীয় সেনাদের উসকানির জবাব দিয়েছে মাত্র।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরাম তুরুসিয়ান আজ সাংবাদিকদের বলেছেন, তারা ৩২ আর্মেনীয় সেনার মৃতদেহ আজারবাইজানের কাছ থেকে গ্রহণ করেছে।

গত শুক্রবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তাদের ১৩৫ জন সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের অন্তত ২০০ জন নিহত হয়েছে বলে তিনি দাবি করেছেন।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে তাতে তাদের ৭৯ সেনা নিহত ও ২৮২ জন আহত হয়েছে। খবর- পার্সটুডের

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.