এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত আবু মহসীন

এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি এস. এম. আবু মহসীন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এস. এম. আবু মহসীন দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি। তিনি মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক।

এছাড়াও, তিনি এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনসিসিবি সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর পরিচালক। তিনি এ্যালায়েন্স ডিপ সী ফিশিং লিমিটেড, ফুড এন্ড একোমোডেশন কোং লিমিটেড, রেনবো সিএনজি সার্ভিস স্টেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয় এর প্রতিষ্ঠাতা মরহুম এস. এম. মোজাহেরুল হক এর পুত্র এবং মোজাহের গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.