ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৩৫ কোটি ডলার বিনিয়োগ করছে এমিরেটস

এমিরেটস তাদের এয়ারবাসে ৩৫০ উড়োজাহাজ বহরের জন্য থেলসের AVANT UP সিস্টেম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই ৫০টি উড়োজাহাজের ডেলিভারী শুরু হবে ২০২৪ সালে।

পরবর্তী প্রজন্মের এই সিস্টমের জন্য এয়ারলাইনটি ৩৫ কোটি মার্কিন ডলারেরও বেশী বিনিয়োগ করবে। AVANT UP সিস্টেমে থাকবে অত্যন্ত উন্নত ডিসপ্লে (Optiq 4K QLED HDR)একমাত্র উড়োজাহাজ ডিসপ্লে যা স্যামসাংয়ের QLED প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীদের অবিস্মরনীয় অভিজ্ঞতা প্রদানে সক্ষম।

‘লাইভ’ টেলিভিশনের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করে থেলসের এই অত্যাধুনিক সিস্টেম। Optiq ডিসপ্লেতে যাত্রীরা পাবেন ২টি ব্লুটুথ কানেকশন, বিলট-ইন ওয়াই-ফাই যার মাধ্যমে ফোন, ট্যাবলেট, হেডফোন, গেম কন্ট্রোলারসহ অন্যান্য ডিভাইসের সঙ্গে পেয়ার করতে পারবেন। একই সঙ্গে USB-C-এর মাধ্যমে নিজস্ব ডিভাইস দ্রুত চার্জ করার সুযোগ পাবেন।

প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস পেটেন্টকৃত পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তি থেলসের ‘পালস’ ব্যবহার করতে যাচ্ছে। যার ফলে একই সঙ্গে অসংখ্য ডিভাইস চার্জিং করলেও ফলাফলের ক্ষেত্রে তা প্রভাব ফেলবে না।

এছাড়াও এমিরেটস AVANT UP এর আরো অনেক ডিজিটাল সেবা ব্যবহার করবে।

এমিরেটসের ICC ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৫,০০০ এর অধিক চ্যানেলের মাধ্যমে যাত্রীরা লাইভ টিভি, সর্বশেষ বক্স অকিস মুভি, টিভি শো, হিট মিউজিকসহ অন্যান্য অনেক আকর্ষনীয় প্রোগ্রাম উপভোগ করতে পারেন। এই ব্যবস্থায় অন্তর্ভূক্ত রয়েছে বিশ্বের প্রথম ইন-ফ্লাইট শপিং চ্যানেল EmiratesRED এই বিনোদন ব্যবস্থায় বাংলাদেশী ছায়াছবির জন্য ৬টি চ্যানেল রাখা হয়েছে।

আর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.