এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির নলছিটিতে বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন। দুই শিক্ষক হলেন- উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।
এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গত বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হয় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় নিয়েছে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় দিচ্ছে।
অর্থসূচক/এএম/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.