ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর স্বাভাবিক

বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ময়মসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। যদিও লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ-জাড়িয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল চালু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

লোকশেডের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘চাকা লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকশেড থেকে রিলিফকার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফলে ময়মনসিংহ-মোহনগঞ্জ-জাড়িয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

 

অর্থসূচক/এএম/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.