মুশফিকের পায়ে চার সেলাই

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুশফিকুর রহিমের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে নিজের ফিটনেস ধরে রাখতে এই সময়েও নিয়মিত অনুশীলন করছেন এই উইকেটকিপার ব্যাটার। এদিকে জিম করতে গিয়ে আজ চোট পেয়েছেন মুশফিক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুশফিক। কেঁটে যাওয়ায় তার পায়ে চারটি সেলাই দিতে হয়েছে। একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ‘জিমে অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন মুশফিক। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়ার পর সেখানে সেলাই দিতে হয়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে। এদিকে কয়েক দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.