ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড , প্লেসমেন্ট এজেন্ট হিসাবে এক্সিম ব্যাংক পারপেচুয়াল বন্ডের সমাপনি ঘোষণা দিয়েছে ।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড , প্লেসমেন্ট এজেন্ট হিসাবে এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড গর্বের সাথে সমাপনি ঘোষণা দিয়েছে । এক্সিম ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের সমাপনী অনুষ্ঠান ১২ ই সেপ্টেম্বর , ২০২২ তারিখে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড . মোহাম্মদ হায়দার আলী মিয়া , ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা , এক্সিম ব্যাংক লিমিটেড এবং জনাব তানজিম আলমগীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড । এই শুভ মুহূর্ত উদযাপনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন । ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ( ইউসিবিআইএল ) – মার্চেন্ট ব্যাঙ্কিং সেক্টরে অন্যতম নেতৃস্থানীয় এবং নবীন প্রতিষ্ঠান ।
ইউসিবিআইএল একমাত্র বিনিয়োগ ব্যাংক যেটি আজ পর্যন্ত করা সমস্ত পারপেচুয়াল বন্ডের জন্য তহবিল সরবরাহ করতে সক্ষম হয়েছে । একটি প্লেসমেন্ট এজেন্ট হিসেবে , এক্সিম ব্যাংক পারপেচুয়াল বন্ড ছিল ইউসিবিআইএল এর জন্য আরেকটি মাইলফলক । উল্লেখ্য যে এর আগে প্রতিষ্ঠানটি ওয়ান ব্যাংক এবং যমুনা ব্যাংক পারপেচুয়াল বন্ড সফলভাবে সম্পন্ন করে যেখানে অ্যারেঞ্জার প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য বাঁধার সম্মুখীন হয়েছিল ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.