রেমিট্যান্স ও রফতানিতে ডলারের অভিন্ন রেট নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা)।
রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ডলারের বিনিময় হার ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক। সঙ্গে সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হলে রেমিট্যান্সে মিলবে ১১০ টাকা ৫০ পয়সা।
এছাড়া বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বিপরীতে সর্বোচ্চ ৯৯ টাকা দেওয়া হবে। আমদানি এলসি নিষ্পত্তি হবে রপ্তানির রেটের চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি।
সোমবার (১২ সেপ্টেম্বর) থেকেই ব্যাংকগুলোতে এ হার কার্যকর হবে বলে জানিয়েছে বাফেদা।
অন্যদিকে রেমিট্যান্স আহরণ ও রফতানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।
ফলে এলসি সেটেলমেন্টের জন্য ১০৪ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি হবে। এতে আমদানিকারকদের খরচ কিছুটা কমবে।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.