ইসলামী ব্যাংক কুমিল্লা ও নোয়াখালী জোনের শরীয়াহ বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা ও নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এছাড়াও, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ।

মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জোনপ্রধান শহিদুল্লাহ মজুমদার। জোনদ্বয়ের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.