বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার যেসব অভিযোগ করেছেন, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়টি বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাবুল আক্তার কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই, তদন্তের পরই সব চলে আসবে।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাটি পিবিআই তদন্ত করছে। এ সংস্থাটির ওপর আমাদের ভরসা রয়েছে। পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে সবগুলোই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলারও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেপ্তার করেছে। পিবিআই যেটা করবে সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন, আমার মনে হয় তদন্তের পর সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।’

সীমান্তে মিয়ানমারের গোলা পড়ার ঘটনা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। আমরা আশা করছি এমন ঘটনা আর ঘটবে না। এরপরও যদি মিয়ানমার এ ধরনের ঘটনা ঘটায় আমরা ব্যবস্থা নেব।

 

আর্থসূচাক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.