চিরবিদায়ে রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘ মেয়াদে রাজত্ব করা রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেলেন।

রানি এলিজাবেথ ১৯৫২ সালে রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। দায়িত্ব নেওয়ার দীর্ঘ ৭০ বছর পর তিনি চিরবিদায় নিয়েছেন।

রানি গ্রীষ্মকালীন বিশ্রামে ছিলেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন। সেখানেই তার মৃত্যু ঘটেছে।

তার অসুস্থতার খবরে এদিন সেখানে ছুটে গিয়েছিলেন প্রিন্স চার্লসসহ তার সন্তান-সন্ততিরা।

প্রায় একবছর ধরেই রানির স্বাস্থ্য ভাল যাচ্ছিল না। তার চলাফেরায় সমস্যা হওয়ার কথা জানানো হয়েছিল বাকিংহাম প্রাসাদ থেকে।

অসুস্থতার কারণে গত শরৎ থেকে তিনি বহু অনুষ্ঠানেই অংশ নিতে পারেননি। রানির পক্ষ থেকে তার ছেলে প্রিন্স চার্লস ওইসব দায়িত্ব পালন করে এসেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.