স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে রানি দ্বিতীয় এলিজাবেথকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ৷ এরই মধ্যে রাজপরিবারের সদস্যরা বালমোরাল প্রাসাদে পৌঁছেছেন, কেউ কেউ রয়েছেন প্রাসাদের পথে৷
এরই মধ্যে রাজপরিবারের সদস্যরা বালমোরাল প্রাসাদে পৌঁছেছেন, কেউ কেউ রয়েছেন প্রাসাদের পথে৷
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে, সকালে স্বাস্থ্য মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তার স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেন৷ রানি বিশ্রামে আছেন৷
যুবরাজ চার্লস তার স্ত্রী ডাচেস অব কর্নওয়ালের সঙ্গে বালমোরালে রয়েছেন৷ ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসনে থাকা রানি এলিজাবেথের বয়স ৯৬৷ সূত্র: ডিডাব্লিউ, এপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.