সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। তবে এবার দাম কমে সাত মাসের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে জ্বালানি তেলের বাজার।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউটিআই তেলের দাম কমে হয় ব্যারেল প্রতি ৮৫ ডলার।

লন্ডন ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারির ৮ তারিখের পর তেলের দাম এতটা কমেনি।

বিশেষজ্ঞদের মতে, ডলারের মানবৃদ্ধি, মন্দার ভয় ও চীনের জিরো কোভিড পলিসি কাজ করেছে তেলের দাম কমার পেছনে ।

বৃহস্পতিবার একদফা তেলের দাম কমলেও, যেসব দেশ জ্বালানির দাম নির্দিষ্ট করে দিয়েছে, তাদের কাছে রাশিয়া জ্বালানি বিক্রি করবে না বলে ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরে তেলের দাম আবার বেড়ে যায়। তবে সেটা স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই তেলের দাম আবারও ৯০ ডলারের নিচে নেমে আসে।

চলতি মাসেই জি-৭ ভুক্ত দেশগুলো রুশ তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়। জি-৭ এর এ সিদ্ধান্তের বিপরীতে রাশিয়া ইউরোপে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এর মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.