হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৮৬ জনে। তবে এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২০৪ জন ও ঢাকার বাইরে ৭১ জন। বর্তমানে দেশে ভর্তি থাকা ৮৮৬ জনের মধ্যে ৭২১ জন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসাধীন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১ জন মারা গেছে। হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে সাত হাজার ৯৫১ জন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট রোগী ভর্তি হয়েছে এক হাজার ৫০৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে সাত হাজার ৩৪ জন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.