অবিশ্বাস্য, রোমাঞ্চকর, উত্তেজনাকর—যে বিশেষণই ব্যবহার করা হোক না কেন, সবই কম। ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। মাঠে লড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আর মাঠের বাইরে আফগানদের জয়ের আশায় অপেক্ষায় থাকে ভারত। সে আশা গুড়ে বালি করে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে ১২৯ রান করে আফগানরা। জবাবে ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান করে বাবর আজমের দল।
পাকিস্তানের এ জয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় ভারত ও আফগানিস্তানের। ফলে দুই দলের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
শারজাহতে অল্প পুঁজি হলেও শুরুতে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ভয় ধরিয়ে দেন নবী-রশিদরা। বাবর আজম (০), ফখর জামানের (৫) বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। শাদাব খানের ৩৬, ইফতেখার আহমেদের ৩০ আর মোহাম্মদ রিজওয়ানের ২০ রানে সহজ জয়ের পথে ছিল পাকিস্তান। মাত্র ১৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে। কিন্তু শেষ ওভারে ফজল ফারুকীর বলে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাসিম শাহ।
এর আগে ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে ৩৬ রান তুলে নেন দুই আফগান ওপেনার। হারিস রউফ বোল্ড করেন রাহমানউল্লাহ গুরবাজকে (১৭)। হজরতউল্লাহ জাজাই মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে বোল্ড হওয়ার আগে করেন ২১ রান। রানের গতি বাড়াতে চারে উঠে আসেন করিম জানাত। তার ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরান আর জানাতের জুটি থেকে আসে ৩৫ রান। দ্রুত রান তুলতে গিয়ে দলের বিপদ বাড়ান নাজিবুল্লাহ জাদরান (১০)। তবে আজমতউল্লাহ ওমরজাই (১০) আর রশিদ খানের (১৮) ব্যাটে মাঝারি স্কোর পায় আফগানরা।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.