কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ইলিশ

কলকাতার বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইলিশ। মঙ্গলবার বাংলাদেশ থেকে আট টন ইলিশ যায় কলকাতায়। বাংলাদেশ সরকার পূজা উপলক্ষে ভারতকে দুই হাজার চারশো পঞ্চাশ টন ইলিশ উপহার দিয়েছে।

আজ বুধবার সকালে পৌঁছেছে আরও ৭০ থেকে ৮০ টন ইলিশ। কলকাতার মাছবাজার ছেয়ে গেছে পদ্মার ইলিশে।

৪৯টি কোম্পানিকে পঞ্চাশ টন করে ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। কলকাতাবাসী ইলিশ পেয়ে দোয়া করছেন শেখ হাসিনার জন্য।

হাওড়ার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাসুদ জানান, আট টন ইলিশ এসেছিলো মঙ্গলবার। তার মধ্যে ছয় টন হাওড়ার মাছ বাজারে রেখে বাকিগুলো দেয়া হইয়েছে পাতি পুকুর ও শিয়ালদহকে। এক কেজির ওপরে এই পদ্মার ইলিশ পাইকারি হারে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকা দামে। এর চেয়ে কম ওজনেরগুলো কেজি প্রতি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার বিকেল ও বুধবার সকালে গড়িয়াহাট, মানিকতলা, লেক মার্কেটে পদ্মার ইলিশের ছড়াছড়ি।

অর্থসূচক/এএম/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.