হাসপাতালে রিজওয়ান

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। এম আর আই করানোর জন্যই হাসপাতালে নেয়া হয় উইকেটরক্ষক এই ওপেনারকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় কিপিং করতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েন রিজওয়ান। একটি বল লাফিয়ে ধরতে গিয়ে নিচে নামার সময় শুধুমাত্র ডান পায়ে ভর দিয়েছিলেন তিনি। আর তাতে বাজেভাবেই মাটিতে লুটিয়ে পড়তে হয় রিজওয়ানকে। পরে অবশ্য সেই ইনজুরি নিয়েই ইনিংস উদ্বোধন করতে নামেন রিজওয়ান। তার ৫১ বলে ৭১ রানের দারুণ ইনিংসটিতে পাকিস্তানও শেষ পর্যন্ত জিতে যায়।

যদিও ম্যাচ জিতলেও পুরোপুরি স্বস্তি নেই পাক শিবিরে। কেননা ম্যাচ শেষেই রিজওয়ানকে হাসপাতালে পাঠিয়েছে দলের মেডিক্যাল বিভাগ। একটি বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের আসর শুরুর আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। ইনজুরির কারণে ভারতে বিপক্ষে খেলতে পারেননি আরেক পেসার শাহনেওয়াজ দাহানি।

ভারতের বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাটিং করে সাত উইকেটে ১৮১ রান তোলে ভারত। জবাবে রিজওয়ানের ৭১ এবং মোহাম্মদ নাওয়াজের ২০ বলে খেলা ৪২ রানের ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.