সপ্তাহজুড়ে সূচকের সাথে লেনদেনেও বড় উত্থান

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭.২২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৫৮০ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার বা ৩৭.২২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৩৮.৩১ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮.৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির। আর ৫৬টির দাম ছিল অপরিবর্তিত।

অর্থসূচক/এসএ/

 

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.