লঙ্কানদের ১৮৪ রানের লক্ষ্য দিল টাইগাররা

আফগানিস্তানের কাছে হারের ফলে শেষ ম্যাচটা রীতিমতো বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই অঘোষিত নকআউট ম্যাচে দারুণ এক পুঁজিই পেয়ে গেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে টাইগাররা তুলেছে ১৮৩ রান। তাতে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জটা দাঁড়াল ১৮৪ রানের।

দুবাই গ্রাউন্ডে টস গুরুত্বপূর্ণ। তবে সেটা পক্ষে আসেনি সাকিবের। শুরুতে ব্যাট করতে নেমে সাব্বির ৬ বলে এক চারে ৫ রান করে ফিরে যান। অন্য প্রান্তে ছোট্ট একটা ঝড় দেখান মেহেদি মিরাজ। তিনি ২৬ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন। সাহসী ব্যাটিং দেখান।

মিরাজ ফিরে যান ৬.৫ ওভারে দলের ৫৮ রানে। এরপরই চারে নামা মুশফিক ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে মাত্র চার রান আসে। সাকিব হাত খুলে খেলতেই আউট হন। তিনি ২২ বলে তিন চারে করেন ২৪ রান। এরপর আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ ৫৭ রানের জুটি গড়েন।

ওই জুটি গড়ার পথে আফিফ ২২ বলে ৩৯ রানের দারুণ ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মাহমুদউল্লাহ করেন ২২ বলে এক চার ও এক ছক্কায় ২৭ রান। ফিনিশিং দেন মোসাদ্দেক ও তাসকিন আহমেদ। আফগানদের বিপক্ষে ভালো ব্যাটিং করা মোসাদ্দেক এই ম্যাচে ৯ বলে চারটি চারে ২৪ রান করেন। তাসকিন ছক্কা মেরে করেন ১১ রান। আর দলীয় সংগ্রহ উঠে আসে ১৮৩ রানে। লঙ্কানদের ছুঁড়ে দেয় বড় চ্যালেঞ্জ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.