টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

শারজাহর মতো দুবাই স্টেডিয়ামেও টস গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে টস জয়ের সুবিধা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস হেরেছেন সাকিব আল হাসান। শুরুতে ব্যাটিং করতে হবে তাদের।

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বাদ পড়েছেন। পেসার সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে।

শুরুতে বল করার বিষয়ে শানাকা বলেছেন, ‘এটা ব্যবহৃত উইকেট। এখানে রান তাড়া করা সহজ হবে। দুই বছর ধরে আমরা যে প্রক্রিয়া মেনে ক্রিকেট খেলছি, ওই ক্রিকেটটা খেলতে চাই।’

সাকিব বলেছেন, ‘আমরাও শুরুতে বোলিং করতাম। কিন্তু বিষয়টি আমাদের হাতে নেই। আফগানদের বিপক্ষে ভালো করিনি। তবে এটা ভিন্ন দিন। আমরা দলে তিন পরিবর্তন এনেছি। আশা করছি এটা কাজে লাগবে।

পিচ রিপোর্টে রাসেল অরনাল্ড জানিয়েছেন, একই উইকেটে ভারত ও হংকং-এর ম্যাচ হয়েছে। শুষ্ক উইকেট, ঘাষ নেই। উইকেট ব্যাটিং সহায়ক হবে। সামান্য যেটুকু ঘাষ আছে উইকেটে পেসাররা তা থেকে সামান্য সুবিধা পেতে পারেন। কিন্তু সেটা খুব বেশি নয়।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসন, শেখ মাহেদি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস, পাথুন নিশাঙ্কা, চারিথা আশালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধানুশকা গুনাথিলাকা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেষ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুসকা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.