প্রমাণের সময় এসেছে, সুজনকে জবাব জয়াবর্ধনের

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। যে দলবে জিতবে তারা সুপার ফোরে পা রাখবে। আর হারলে দেশের বিমান ধরতে হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ জমজমাট হবে সেটাই স্বাভাবিক। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়াচ্ছে দুই দলের কথার লড়াই। শুরুটা আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হারের পর সেই ম্যাচের প্রেস কনফারেন্স থেকে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, বাংলাদেশের তো সাকিব এবং মুস্তাফিজ বাদে কোন বিশ্ব মানের বোলার নেই তাই টাইগারদের হারানোটা আফগানিস্তানের থেকে অনেক সহজতর হবে।

শানাকার এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ অবশ্য দিয়েছিলেন গঠনমূলক উত্তর। লঙ্কান অধিনায়ককে মাঠের লড়াইয়ে ডেকেছেন মিরাজ। কথার লড়াই নয় বরং ব্যাট-বলের লড়াইয়ে প্রমাণ দেয়ার কথা বলেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

এরপর এই বিতর্কে যোগ দেন খালেদ মাহমুদ সুজন। অবশ্য কথার খেলায় সুজন ভালোভাবেই জবাব দিয়েছেন লঙ্কানদের। তার মতে, সাকিব-মুস্তাফিজ মানের বোলারও নেই লঙ্কান স্কোয়াডে। বাংলাদেশের টিম ডিরেক্টরের এমন মন্তব্য শোনার পর লঙ্কান্দের সহকারী কোচের জবাব, দলে বিশ্বমানের বোলার নেই এটার সঙ্গে তিনি একমত নন।

গত কয়েকদিনের এই বিতর্ক দুই দলের কোচ, ক্রিকেটার আর টিম ম্যানেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার তাতে যোগ হয়েছে নতুন মাত্রা। শানাকা, মিরাজ, সুজন আর পিয়ালের পর এবার এই বিতর্কে যোগ দিলেন মাহেলা জয়াবর্ধনে।

শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার সরাসরি কিছু না বললেও তার করা টুইটে সুজনের কথার যে জবাব দিয়েছেন তা খুব সহজেই অনুমান করা যায়। তিনি টুইটারে লিখেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলার এবং ব্যাটারদের ক্লাস দেখানোর এবং মাঠে তারা কেমন খেলোয়াড় সেটা প্রমাণ করার সময় এসেছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.