আটক মার্কিন ‘সমুদ্র ড্রোন’ ছেড়ে দিয়েছে ইরান

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি মানুষবিহীন সমুদ্র ড্রোন আটক করেছে। যদিও পরবর্তীতে তা আবার ছেড়ে দেয়। সম্ভাব্য সমুদ্র দুর্ঘটনা এড়াতে এবং বেসামরিক জাহাজ চলাচলের পথকে সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেয়া হয়।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বার্তা সংস্থা নুর নিউজ জানিয়েছে, ইরানের সেনারা নেভিগেশন সিস্টেম অকার্যকর হওয়া মার্কিন সমুদ্র যানটি আটক করতে সময় মতো ব্যবস্থা নেয় এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেয়া হয়।

গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা পারস্য উপসাগরে মাঝেমধ্যেই ঘটেছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে মার্কিন ড্রোনটি আটক করা হয়। পরে ইরানের সাপোর্ট ভ্যাসেলের কমান্ডারের নির্দেশে ড্রোনটি ছেড়ে দেয়া হয়। এ সময় পঞ্চম বহরের একটি জাহাজও ঘটনাস্থলে যায়। খবর- পার্সটুডের

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.