রোহিঙ্গা ক্যাম্পে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

সম্প্রতি এনসিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ্ রেজওয়ান হায়াত, এনসিসি ব্যাংকের এসইভিপি (কোম্পানী সচিব) মোঃ মনিরুল আলম, ভিপি (সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান) মোঃ গালিব আসাদউল্লাহ, সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জগণ এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর অন্তবর্তীকালীন আঞ্চলিক পরিচালক আনিসুল ইসলাম কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এই শোকের মাসে অন্যান্য কর্মসূচীর আওতায় এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-০৫, ০৮ (পশ্চিম), ১৭ ও ১৮ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়ে বৃক্ষ রোপণ করেছে। এছাড়াও, ইতোমধ্যে ব্যাংকের মুজিবকর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.