টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই টস জিতলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত আফগানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টাইগাররা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ প্রতাপে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন রশিদ খানরা।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.