বিজনেস স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনে মূল্যছাড় পাবেন ইবিএল কার্ডধারীরা

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীরা অর্থ ও বাণিজ্য বিষয়ক ইংরেজী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সাবক্রাইব করলে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন।

সম্প্রতি, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশক ও নির্বাহী সম্পাদক শারিয়ার খাঁন এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইবিএল অলটারনেট চ্যানেল ও পে-রোল ব্যাংকিং প্রধান রবি শংকর পারিয়াল, ব্যাংকাস্যুরেন্স, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. বিন মাজিদ খাঁন; বিজনেস স্টান্ডার্ড সার্কুলেশন বিভাগের ডিজিএম মীর মো. আবুল হাসান উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.