ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৯ লাখ ৮  হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটি ১২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ওরিয়ন ফার্মা ৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড,আ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, ঢাকা ডাইং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, জেমিনি সী, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, লুবরেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, মেঘনা পেট্রোলিয়াম, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, সাইফ পাওয়ারটেক, সামিট অ্যালোয়েন্স পোর্ট, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.