এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ব্যাটে-বলে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। এই ম্যাচে ১০৫ রানে অল আউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে লঙ্কানরা। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে এশিয়া কাপের আয়োজকরা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে চায় শ্রীলঙ্কা। শেষ ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে তাদের। অবশ্য বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না লঙ্কান দলপতি দাসুন শানাকা।
এ প্রসঙ্গে শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। আর বাংলাদেশ দলে (মুস্তাফিজুর রহমান) ফিজ খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এর বাইরে তাদের দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’
শ্রীলঙ্কার চেনা প্রতিপক্ষদের মধ্যে অন্যতম বাংলাদেশ। সেটাই কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। আগামী ম্যাচে এটাই বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী শানাকা। সেই সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে ভালোই ধারণা আছে লঙ্কানদের। তাই বাংলাদেশকে সমীহ করছে তারা।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.