যুদ্ধের মধ্যেই খরা ও দাবানলে পুড়ছে ইউক্রেন

একদিকে দফায় দফায় রুশ বাহিনির আক্রমন আর তার উপর দাবদাহ আর খরা যেন ইউক্রেনের দুর্দশায় নতুন মাত্রা যোগ করেছে। দাবদাহে পুড়ছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল। খরায় মৃতপ্রায় জমির ফসল। পশুর খামারগুলোতেও পড়েছে এর প্রভাব। আর অতিরিক্ত দাবদাহে দেশটির বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে দাবানলের।

দুর্দশা যেন ঘিরে ধরেছে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির চারদিক থেকে। এমনিতেই যুদ্ধের কারণে দেশটিতে দেখা দিয়েছে নানামুখী সংকট। তার উপর খরা আর দাবানলে জ্বলছে ইউক্রেন।

আন্তর্জাতিক গণমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের জাকারপাট্টিয়ায় প্রখর তাপ আর বৃষ্টি না হওয়ায় দেখা দিয়েছে নজিরবিহীন খরা। শুকিয়ে যাচ্ছে নদীর পানিও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় তীব্র দাবদাহে অতীষ্ঠ মানুষ।

তবে এ অবস্থায় সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে কৃষি খাত। পানির অভাবে মৃতপ্রায় খেতের ফসল। গম এবং সূর্যমুখী উৎপাদনে অন্যতম অবস্থানে থাকা দেশটির মানুষ এখন উদ্বেগে আছে, আসছে শীতকালের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত করতে পারবে কিনা সে বিষয়ে।

সেখানকার স্থানীয় একজন বলেন, সবকিছুই শুকিয়ে যাচ্ছে। একটা ঘাসও এখানে বড় হতে পারছে না পানির অভাবে। বাগানে যে সবজির চাষ করেছি সব নষ্ট হয়ে গেছে।

শুধু ফসল নয়, পশুর খামারেও খামারিরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, গরুর দুধ দেয়ার পরিমাণ কমে গেছে। মুরগিও ডিম কম দিচ্ছে।

অস্বাভাবিক খরা এবং তাপে দাবানল সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। অগ্নিনির্বাপক কর্মীরা ইতোমধ্যেই ২ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে যা গত বছরের একই সময় ছিল ৬০০টির মতো।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.