সাময়িক স্বস্তি। সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ ১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না। তারপর আবার তাকে জামিনের মেয়াদ বাড়াবার জন্য আদালতের কাছে আবেদন জানাতে হবে।
সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। সম্প্রতি ইসালামাবাদে একটি জনসভায় ইমরান পুলিশ ও বিচারবিভাগের কড়া নিন্দা করেছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তারপরই তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। এছাড়া ইমরানের বিরুদ্ধে বিদেশ থেকে বেআইনিভাবে দলের জন্য অর্থ নেয়া ও অর্থ নয়ছয়ের অভিযোগও আছে। অভিযোগ, ইমরান অ্যামেরিকা, ভারত ও ইউরোপের ব্যক্তি ও সংস্থার কাছ থেকে থেকে অর্থ নিয়েছিলেন, যা তিনি আইনত পারেন না। এই অভিযোগে শাস্তি হলে তিনি আর ভোটে দাঁড়াতে পারবেন না। রাজনীতিও করতে পারবেন না।
জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে ইমরান বলেছেন, সরকার তার জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে গেছে। তাই তারা টেকনিক্যাল নকআউটের নীতি নিয়েছে।
এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি বেশ খারাপ। প্রবল বৃষ্টির পর দেশের একটা বড় অংশে বন্যা দেখা দিয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুন থেকে বন্যায় ৯০৩ জন মারা গেছেন। এক লাখ ৮০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
দেশের আর্থিক অবস্থাও খারাপ। আগামী সপ্তাহে আইএমএফ যদি ৬০০ কোটি ডলারের ঋণ না দেয়, তাহলে বিদেশি ঋণ পরিশোধ করতে পারবে না পাকিস্তান। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.