জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর থেকে: বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে শহরের লুবনা কটেজে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় গণভোজের আয়োজন করে জেলা শ্রমিক লীগ।
জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া ও নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তারা মনে করেছে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিঃশ্বেষ করে দেবে। কিন্তু পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন আরও বেশি শক্তিশালি। বঙ্গবন্ধু সারাজীবন শ্রমিক ও মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। আন্দোলন করতে গিয়ে নানানভাবেই নির্যাতিত হয়েছেন। শ্রমিক লীগ বঙ্গবন্ধুর আদর্শের দল। দলের প্রত্যেকটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.