প্রধান বন সংরক্ষক আমীর হোসাইনকে হাইকোর্টে তলব

আদালতের আদেশ অমান্য করার অভিযোগে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাকে সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ অমান্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. দেওয়ান এম.আবু ওবাঈদ হোসেন (সেতু)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

এর আগে সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষে হাইকোর্ট আদেশ দেন। তবে সে আদেশ প্রতিপালন না করায় প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.