শিক্ষার্থীদের ঋণ মকুব করলেন বাইডেন

আমেরিকায় লাখ লাখ ছাত্রছাত্রীর জন্য শিক্ষাঋণ মকুব করার কথা ঘোষণা করলেন জো বাইডেন। তাদের ১০ হাজার ডলারের ঋণ মকুব করা হবে। এছাড়া যাদের পারিবারিক আয় বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম, সেই সব ছাত্রছাত্রী আরো ১০ হাজার ডলারের ঋণ মকুবের সুবিধা পাবেন।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের একেবারে শেষের দিকে পড়ুয়াদের শিক্ষাঋণের বাকি অর্থ দিতে হবে। তার আগে দেয়ার দরকার হবে না।

বাইডেন জানিয়েছেন, তিনি আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করলেন। বিরোধীদের অভিযোগ, আমেরিকায় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আসছে। তার আগে ঋণ মকুবের ঘোষণা করে ছাত্র ও তরুণদের নিজের দিকে নিয়ে আসতে চেয়েছেন বাইডেন।

সাবেক ও বর্তমান মিলিয়ে আমেরিকার পড়ুয়াদের শিক্ষাঋণের বোঝা হলো এক দশমিক সাত পাঁচ ট্রিলিয়ান ডলার। চার কোটি ৩০ লাখ পড়ুয়া এই শিক্ষাঋণের বোঝায় বিপর্যস্ত। প্রত্যেকের গড় ঋণের পরিমাণ ৩৭ হাজার ৬৬৭ ডলার।

হোয়াইট হাউসের হিসাব, বাইডেন যে ব্যবস্থা নিয়েছেন, তাতে দুই কোটি পড়ুয়ার আর ঋণ থাকবে না। বাইডেন জানিয়েছেন, দুই কোটি ছাত্রছাত্রী এবার চিন্তামুক্ত জীবনে প্রবেশ করতে পারবে। তারা ও তাদের পরিবার ঋণের চাপ থেকে মুক্তি পাবে। তারা বাড়ি কেনার কথা ভাবতে পারবে বা ব্যবসা শুরু করার চিন্তা করতে পারবে।

ব্রুকলিন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুযায়ী, বাইডেনের ঋণ মকুবের সিদ্ধান্ত, কালো ও সাদা মানুষদের মধ্যে বিভেদ কমাবে। কৃষ্ণাঙ্গদের গড়ে ২৫ হাজার ডলার ঋণ আছে। তাদের আর্থিক পরিস্থিতির জন্য তাদের বেশি করে শিক্ষা ঋণ নিতে হয়।

ডেমোক্র্যাটদের একাংশের দাবি ছিল, ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণ মকুব করা হোক। তাহলে তরুণরা বাড়ি কিনতে পারবে। কিছু অর্থ বাঁচাতেও পারবে।

কিছু অর্থনীতিবিদ মনে করছেন, বাইডেনের ঋণ মকুবের সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি আরো বাড়বে।

রিপাবলিকানদের বক্তব্য, এর ফলে বিত্তবানরাও সুবিধা পাবে। কিন্তু তাদের এই সুবিধা দেয়া উচিত নয়। তারা মনে করছে, এর ফলে কম আয়ের মানুষদের উপর করের বোঝা বাড়বে। তার ধাক্কা সামলাতে হবে ডেমোক্র্যাটদের।

তবে পড়ুয়ারা বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এমনিতে তরুণরা বাইডেনের উপর ক্ষুব্ধ ছিল। ফলে তাদের ভোট পাওয়া নিয়ে ডেমোক্র্যাটরা সংশয়ে ছিল। এবার তারা সেই ভোট পাওয়ার আশা করতে পারে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.