রাইট শেয়ার ইস্যুরে অনুমতি পায়নি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত বছরের ১৯ সেপ্টেম্বর জানিয়েছিল রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে।

বর্তমানে কোম্পানিটি নমিনেশন এবং রিনমিউরেশন কমিটি (এনআরসি) গঠনে ব্যর্থ হয়েছে। এছাড়া কোম্পানিটি ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরে স্টক ডিভিডেন্ড দেওয়ায় শেয়ার বেড়ে গেছে এবং কোম্পানিটির বর্তমান শেয়ার দর ফেসভ্যালুর কাছাকাছি।

এর ফলে কোম্পানিটিকে রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি বিএসইসি।

সূত্র জানায়, ব্যাংকটি ১:২ হারে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.