‘গুজবে বিশ্বাস করলে লোকসান অনিবার্য’

পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী নানা গুজবে কান দেন। গুজবে বিশ্বাস করে তারা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েন তারা। গুজবে শুধু সংশ্লিষ্ট বিনিয়োগকারী-ই ক্ষতির শিকার হন না, সামগ্রিক বাজারও ক্ষতিগ্রস্ত হয়। তাই বিনিয়োগকারীদেরকে এসব বিষয়ে সতর্ক হতে হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান এ কথা বলেছেন।

বুধবার (২৪ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘টেকনিক্যাল অ্যানালাইসিস অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টেকনিক্যাল অ্যানাসাইসিসসংক্রান্ত সেশনটি পরিচালনা করেন শার্প সিকউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজর সৈয়দ গোলাম ওয়াদুদ (অবঃ)।

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী এটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছায়েদুর রহমান বলেন, গুজবের হাত থেকে বাজারকে রক্ষা করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা তাদের রিপোর্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরলে গুজব কমে আসবে।

তিনি বলেন, বেশিরভাগ বিনিয়োগকারীর প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। তবে তাদের অনেকের মধ্যে পুঁজিবাজার সংক্রান্ত জানা-শোনা কম। এসব বিষয়ে তারা যত বেশি জ্ঞান অর্জন করবেন ততই বিনিয়োগের ঝুঁকি কমে আসবে। বাজার হবে স্থিতিশীল।

শার্প সিকিউরিটিজের পরিচালক মেজর সৈয়দ গোলাম ওয়াদুদ (অবঃ) বলেন, পাঠকদের সঠিক তথ্য জানাতে হলে আগে নিজে জানতে হবে। একটি বিষয় নিজে ভালভাবে বুঝতে পারলে পাঠকের কাছে সহজ করে তুলে ধরা সম্ভব।

তিনি বলেন, অনেক বিনিয়োগকারী প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই বিনিয়োগ করেন। এ কারণে দুষ্টচক্র সহজেই এদেরকে ফাঁদে ফেলতে পারে। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজার-সাংবাদিকদের দক্ষতা আরও বাড়াতে ধারাবাহিকভাবে নানা প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে পরোক্ষাভাবে বাজার এবং বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.