সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এসবিএসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দেশের অর্থনীতিতে করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদী ঋণের বিপরীতে পুনঃ অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ জাকের হোসেইন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও নির্বাহী পরিচালক ওবায়দুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.