এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে ইউসিবির চুক্তি সাক্ষর

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি সাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

সম্প্রতি মেয়াদী ঋণের বিপরীতে সিএমএসএমই (CMSME) পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে সিএমএসএমই (CMSME) গ্রাহকদের ৭ শতাংশ সুদে মেয়াদী ঋণ সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ জাকের হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম; ইউসিবির এসভিপি ও হেড অব এসএমই মোঃ মহসিনুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.