কারবালায় মাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

ইরাকের কারবালায় একটি মাজারের ওপর পাহাড় ধসের কারণে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা রয়েছেন বেশ কয়েকজন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

জানা  গেছে, রোববার (২১ আগস্ট) কারবালা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে কাতারাত আল-ইমাম আলীর মাজারে এ ভূমিধস ঘটে। মাজারটি মরুভূমির মধ্যে অবস্থিত। এ সময় ছাদ ভেঙে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় ভূমিধসের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে দেশটির দমকল বাহিনী। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। তারা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে অতিরিক্ত আর্দ্রতার কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ইরাকের দমকল বাহিনী।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.