৩ দিনের আগাম জামিন পেলেন ইমরান খান

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনের মামলায় পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

ইসলামাবাদ হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন ইমরান খান। গতকাল রোববার রাতে ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করা হয়। গত শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। ইমরান খানের পক্ষে তারই বাসভবনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

পিটিআই নেতা ফয়সাল ভাওদা বলেন, ইমরান খান এখনো তার বানিগালা বাসভবনেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ দাবি করেছে, গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর- পার্সটুডের

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.