বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার দবিরকাঠি এলাকার আফতারউদ্দিনের ছেলে মো. রাকিব (২০), একই উপজেলার বাখরকাঠি এলাকার নুরুউদ্দিন তালুকদারের ছেলে জহিরুল ইসলাম তালুকদার (২২) ও দবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ট্রলিটালক বায়জিদ হাওলাদার (২০)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী হুমায়রা পরিবহনের একটি বাস নগরীর রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের সামনেই ছিল একটি ট্রলি। কাঠেরপুল এলাকা অতিক্রমকালে ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বাসচালক। এ সময় পেছনে ধাক্কা লাগলে ট্রলিটি ঘুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি উল্টে গিয়ে খাদে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ট্রলিচালকের সহকারী জহিরুল মারা যান। আহত অবস্থায় রাকিব ও বায়জিদকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন। ট্রলিতে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুলাল নামে একজনের বসতঘরে ঢুকে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেই ঘরের বাসিন্দারা। বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.