ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ফরইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৯ মিনিট পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফের স্ক্রিনে ৩ লাখ ১১ হাজার শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সমতা লেদারের স্ক্রিনে ৮৬ হাজার ২০২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে ইউনিয়ন ক্যাপিটাল ও ফরইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.