প্রয়োজনে কৃষিতে ভর্তুকি বাড়াবে সরকার-পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, সরকার কৃষি নিয়ে কোনোভাবেই আপোষ করতে রাজি নয়। প্রয়োজনে কৃষিতে ভর্তুকি বাড়াবে সরকার।

রবিবার (২১ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত “বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইআরএফ সভাপতি শারমিন রিনভী সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো: হাবিবুর রহমান, সিপিডির বিশিষ্ট সহকর্মী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিল্ড এর চেয়ারপার্সন নিহাদ কবির, এফবিসিসিআই পরিচালক আবুল কাশেম খান।

শামসুল আলম, ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে, কৃষক মনে করেন এই ইউরিয়া সারই সবকিছু। ইউরিয়া সার ছাড়াও আরও অনেক বিকপ্ল আছে চাষাবাদের জন্য। তাই আমরা ইউরিয়া সারের দাম বাড়িয়েছি। এর আগে আমাদের কৃষিতে ৯ হাজার কোটি টাকা বাজেট ছিলো কিন্তু সেটা ১৬০০ ছাড়িয়েছে। এই ভর্তুকি অব্যাহত থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.